অখবর ,সারা জীবনের আয়
কত টাকা ! এক ছাপোষা পায় ,
নেতাকাজ কত যে মধুমাখা
লাগে না কোন ডিগ্রি-যোগ্যতা -
চাই, গাল ভরা ভুয়ো বক্তৃতা ।

যত্তো ধূর্ত-চালের সংযোগ
ঝোঁক বুঝে মারে কোপ ,
মিথ্যার সহবাসে -
ভাগ্য ফিরে ফিরে হাসে ।

বয়স হোক না কেন আশি
নাচনে জাদুকর পারদর্শী
নেতার সে ষড়যন্ত্রের যাঁতা
গরীব বুকে ডাল-ভাঙা ব্যথা ।

চলোনাতে ওস্তাদ ভালো ,
তবে, সাদাহাত করতে হয় কালো ।

(০৯-১২-২০২৩)