জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী ;
কার্যতঃ দেশমায়ের রাখতে মান
নেতা ভাবেন এ পন্থা আনে-ত্রাণ
জিতেই নেতা হন, মহিয়ান-মহিয়সী ।
ঘোরা লাগে না ধর্মের পীঠস্থান
সপ্তকুণ্ড বা গঙ্গায় না কোন স্নান
তাই জীবন সার্থক করতে হ’লে
ভোটে দাঁড়াও স্বপরিবার মিলে ।
পশ্চাৎ দোষ ধুয়ে-মুছে ছুঁমন্তর
পবিত্র হবে পাপাস্তরণ- অন্তর ;
দান-ধ্যান-দক্ষিণা না তার বালাই
জীবনে মেলে মালাই আর মালাই ।
সগাজ সে,- ভোট ভেল্কির খেলায় -
আদা-নুন খেয়ে মাতে কত মেলায় ।
(২৫-১১-২০২৩)
পাপাস্তরণ > পাপ + আস্তরণ
আত্মান্তর > আত্মা + অন্তর ।