নেতার আচার-বিচার সংস্কার
মায়ার কুহেলিকায় ভরা তার ,
সাগরে ঘোরে নিরীহ ভোটমাছ
চতুর চালে ধরাই তার কাজ ।
ভোটাগ্রে সব অস্ত্রে দেয় শান -
শুধু দেখা পোষ্টার বিরাজমান ,
পাতে জাল- বঁড়শি- দাওন -
কোচ, পলো ,সাকরা, আঁটন ,
কূটচালে করে বাজিমাৎ
বলেন, সবই ঈশ্বরের হাত ।

নেতা তিনি মান্যতে, দেবতা
ভোটে দৃঢ় হয় তার ক্ষমতা ,
দুঃস্বপ্ন দ্যাখে দেশ-জনতা -
যেন ঘিরছে আরো অস্থিরতা !

(১৯-১১-২০২৩)