দ্রুত পরিবর্তন, বিশ্বটা ওলট-পালট
কুকুরের লেজ সম নীতি, অনড় দৃঢ় !
মানব চায় সুখ-শান্তি করে ছটফট
চায় না ব্যসস্থা আলো জ্বালুক নুড়ো ।
পুরাতনের অনেক পড়েছে ছেদ
কমেছে জাত-পাত ভেদা-ভেদ
ঠাকুমার সে শতছিন্ন ছেঁড়া কাঁথা
‘গায়ে ধরো’ বলেন, সমাজ বিধাতা !
ইহকাল-পরকাল , পাপ ও পুণ্য
গেল না কণামাত্র মেনে ও ধম্ম ,
তা’ নিয়ে ভজনগান, অসীমে মান্য
ভক্তের ভাবনা-আস্থায় মুক্তির জন্য ।
পুরুৎ-যজমান-পাণ্ডা-ফকীর চায় ক্ষীর
ভ্রমণে, গাড়ী- সুরম্য হোটেল সাগরতীর !
কিসে আসবে যে শান্তি- সুখ -
দেশকাজে বিশেষ ভূমিকা নেয় না খুব ।
বোধের খেলায় পরাস্ত, ভরা দুখ্
মেটে নি জঠরাগ্নি প্রচণ্ড ভুখ ,
ওরা যে গরীব ! ভাগ্যহত কূপমণ্ডূক ।
(২১-০৫-২০২৩)
নুড়ো > কুটো দিয়ে তেরী আগুন ধরে রাখার কৌশল ।