আগে পিছে না ভাবা সাত-পাঁচ
নিজ ঘর জ্বালিয়ে আহ্লাদী সাজ -
ডাকে দুর্দিন ; তবু না বোধ লাজ ,
ভাবে, বড্ড বীরপুরুষের একাজ ।
সুখে, ঊর্ধ্বমুখী হট্টিটিসম চল –
ঠোঁটে বেকুবি হাসি, খল্-খল্ ;
বোধে খাট, সমস্যা যে আগে -
বেহিসাবী আচরণে অভাব ডাকে ।
জীবনে বাঁচার এই তো হাল
আহার করে, ফুঁটো করে থাল ;
ঝুলিকাঁধে ঘোরে মথুরা-বৃন্দাবন
খুঁজে-খুঁজে স্বর্গদ্বার -
একদা ঘনায় আঁধার ,
অসময়ে পায় না কোন আপন ।
(১৭-০৭-২০২৪) ভ্যাংকুভার , কানাডা ,