এ যে নয় কষ্টের কামাই ,
উদ্বৃত্ত আছে তাই -
যেমনি চাহে মন
ছড়াতে পরে সে অঢেল ধন ।

না মেনে মানবতা- মনুষ্যধর্ম ,
পেশা তার সব করমের অপঃকর্ম ;
সে করে চলে লাগাতার -
চোরা কারবার ,
মাদকদ্রব্য, পশু, নারী, শিশু পাচার -
ঘুষ, ডাকাতি, জালিয়াতী, কদাচার ।


সরল-সহজ মানব বুকে
রাজ করে মহাসুখে ,
উপরে ভক্তি ঈশ্বর দর্শন -
তীর্থ ঘোরায় দেয় মন ;
কুট-কুট ভরা, আস্থা মান্য
জন মাঝে গড়ে ওঠে বরেণ্য ।

প্রতাপীর ভয়ে ত্রাহি-ত্রাহি জীবন
ছাপোষারা তাকে করে না বর্জন ,
ভাবে, বেঁচে আছে ওদের দয়ায় -
গরিব জ্ঞাত, যুগ চলে দাতায় ।

(১৭-০৭-২০২৪) ভ্যাংকুভার , কানাডা ,