যে সাগর দ্যাখে নি
সেথা সাগরের গল্প বলা বেতুকি ;
যে পর্বত দ্যাখে নি
পর্বতের কথা বলা বেমানি ,
যার জ্ঞান সামান্য, সীমিত -
সেথায় তর্কে বাড়ায় ক্ষত ;
কখনো বিপদে জীবনে পেতে মাপ
সময়ে গাধাকেও বলতে হয় বাপ !
পুস্তকে ভরা জ্ঞান, অনেক কিছু
তুচ্ছতা ভাব, তা’ দিয়ে হবেটা কী –
সময়ে হাবি- মহাসুখের ছবি ,
ভেবে ভেবে ঘুম নষ্ট !
বোকামী ছাড়ে না পিছু ।
(১৭-০৭-২০২৪) ভ্যাংকুভার , কানাডা ,
হাবি > প্রভাব ।