সূর্য সত্য, চাঁদ-তারাও সত্য ,
সত্য জেনেও বলি, অসত্য !
কার দান ,কোন সে মহান ?
এ প্রশ্নের হয় না সমাধান -
মান্যতে যদিও ভগবান ।
জেলখানা -থানা ,আদালত-কাছারী ,
কার সাধ্য ? রুখতে শাসনের ছড়াছড়ি ।
হবে না শিক্ষা, বেচেও ঘরবাড়ি ।
একাধারে মনুষ্য ভাইজান
অপরদিকে স্বয়ং ভগবান ,
রস্সা কষাকষি -
তাঁর নীতি ভালবাসি আর না বাসি ;
সবার একই হাল
সত্য এটা, ঘনাবে কাল ,
তবু, জীবন ভর জড়িয়ে অকাজের জঞ্জাল ,
মানবকুল বেঁচে সুখে-দুঃখে উত্তাল !
(ভাইজান > মানবকুল । রস্সা কষাকষি > দড়ি টানাটানি ।)
(৩১-০৭-২০২৪ ভ্যাংকুভার , কানাডা ,
প্রসূন গোস্বামী-৩১/০৭/২০২৪, ০৭:৫৪ মি:
“মনে রাখি, আমরা সবাই একটা করে মৃত্যুকে বুকে চেপে রাখি,
আর এই মৃত্যুকে বাঁচিয়ে রাখতেই আমরা সব পাপ করি।"- মন্তব্য ''জীবনাচার -৩'
তাঁর মন্তব্যে মুগ্ধ হয়ে তাঁরই সম্মানে , আমার এ আজিকার সামান্য বারতা।