ধর্ম মেনে পাঁচটা বেগম, সুখে ছিলেন বেশ -
মারছিলেন ছক্কা, তৃপ্তসুখে, দেশ ও বিদেশ ;
আবার সুনামটাও ছিল অশেষ ।
ভাবলেন এবার , দেশে মেরে ছক্কা
নামটা করবেন ইতিহাসে পাক্কা ,
গড়লেন নূতন দল ।
ধন্য ধন্য বলে সকল
দেশ জুড়ে সে কি কলোরব !
চাইলেন অসম্ভবকে করতে সম্ভব ।
দূরীতে ছল , বুকে নিয়ে মনোবল ,
দেখান আইনের বল ; জেলে গেল যত খল ।
জানতেন ভালমত দেশের ভাবভাব ;
সংখ্যালঘুর সুখ ,
ধর্ম মতে, এমনি জাতে, পায় যে ভীষণ দুখ্
এ যে আসল চরিত্র স্বভাব !!
আরো হয় তারা কষ্টে হারা- নারীর উত্থান -
তাই তো দেশে রাণীর বেশে বেনজির হারালো পরাণ !!
নতূন নবাব ছাড়ে না খোয়াব দেশ বরেণ্য হতে ,
পড়শীর সাথে বন্ধুবেশে ক্রিকেটে থাকেন মেতে ।
সে জাতের ফোঁড়া মাথায় দেয় চাড়া
ঠেকাতে কার সাধ্য !
বিদেশের ভূইয়ে চক্রান্ত রচে
অনেক কালটা ধরে
পড়শীর বন্ধুত্বে তারা লাজে
আজ যেন মরমে মরে ;
চিৎ কর্ তারে ।-- সে যেন ভোটে হারে ,
তারে--- ধর্মে দেখাও অবাধ্য ।
বিবি নিয়ে সুখ, লুঠছে ধর্ম,
নবাব ! ধর্ম মানে না সে -
আইনে জড়াও ,জনভড়কাও
আজ মান্য নয় তাকে ,
ওর---ঐ সব নিকাহকে ।
চক্রান্তচাপে বিচার সোঁপে, জেল হাজত বাস ,
দরকার হলে পড়তেও পারে, তার গলায় ফাঁস ।
এ যে সঠিক “চলিত আচার”
আদালতে হবে না বিচার
এ দৈব চেতনা
জনসমর্থনেও রেহাই পাবে না -
মুখরিত সব পাণ্ডার চেলা ,
হদিস থাকতে নয় দিক ভোলা
এমনি রবে বিশ্ব জুড়ে জাত-জাত সে খেলা !
অভাব খাওয়ার, চারিদিক হাহাকার -
দরকারী দ্রব্যমূল্য আসমানে আজ ,
উপভোগ করে শান্তির পরশ -
তার যে মাথায় ধর্মতাজ !!
(২৮-০৮-২০২৪)--ভ্যাংকুভার , কানাডা ,