রাত্রের আশ্রয় মুশকিলে ধর্মশালায়
সবই সংযোগে ঘটে প্রভুর কৃপায় ,
রাতদুপুরে কে যেন খুব নাকডাকায়
ব্যাটা ! আছে মহাসুখে আজ নিদ্রায় ।
অসহ্য ! ক্ষমার বাইরে এ কৃত্য
নাক নিয়ে চাই না মাতাল নৃত্য ;
কোন বিহিত তার কী মোটে নাই ?
এক্ষনি এক উচিত শিক্ষা দিতে চাই ।
আজ উভয়ে যদিও সমান অসহায়
তবু এর ন্যায়োচিত ধর্মভাবনায় ,
ঢালব দু’বাল্টি জল ওর মাথায় ,
দেখব কী করে সে সুখে ঘুমায় ?
(২৯-১০-২০২৩)