সমাজের বড় ব্যাধি পরগাছা ;
জমিতেও এর জুড়ি নাই ,
জলে-স্থলে সর্বত্র দেখতে পাই
ছলে, পর রক্ত চোষা -
ফাঁকে আচ্ছা-আচ্ছার শুকায় -
এভাবে বুকের খাঁচা ।
শেয়ার বাজার হোক বা
দেশের হাট-বাজার -
পরগাছার চলে গোপন ষড়যন্ত্র ;
সাধারণে ধরতে পারে না তা’ ।
বিনা মেঘে গ্রাহকের মাথায় বজ্রপাত !
হঠাৎ করে জনধন করে আত্মসাৎ ,
বিনা গোলা-বারুদ-কামান
মাথায় ভেঙে পড়ে অসময়ে আসমান ।
কোন ভাবে দেবে না থাকতে সুষ্ঠু ,
এই বিষধারার পরজাছা -
সংসারে অশান্তির কারণ ,
বারণে শোনে না তারা ভয়ঙ্কর দুষ্টু ।
(১৫-১১-২০২৪)