অষ্টপদী মাকড়সা, দিবা-নিশি-উভচর ,
দেখতে সুন্দরী ,মোহনীয় সচরাচর ;
যদিও বেশি কম অনাদরনীয় -
তার আবার- আচরণটি অশোভনীয় ;
ধূর্ত-চতুর-হিংস্র স্বভাব, আসল খবর ।

প্রথম দৃশ্যে মনে লাগে তাক
অসীম শান্তধর্মে,- চিত্ত করে অবাক !
মনে হয় সততায় করে খায় -কর্ম -
বোঝা মুশকিল তার জালের মর্ম !

সংসার কর্মে কত কত ঘুরে বেড়ায়
বেতালে কেহ যদি একবার জড়ায় -
বাঁচাতে পরাণ, যদিও তারা ছটফটায় -
কোন ফল হয় না- আপ্রাণ প্রচেষ্টায় !

যারা করে পেশায় এ ধর্ম নকল -
কিরূপ হতে পারে- তার চরিত্র আসল ?
যেখানে দেখা জটিলতার জঞ্জাল -
বুঝতে হবে আছে ধূর্ততার- চাল ,
অবশ্য পেতে রাখা, মাকড়সার জাল ।

(২৭-০৯-২০২৪)