আজকাল উৎসাহিত ভেড়চাল
আগে দেখা যায় নি এমতঃ হাল ;
অদেখা গতি, হলেও গাড্ডায় -
সাধ্য কার ! ভেড়াকে বুঝায় ?

সে মহান একতা জুড়ে
গতিরে শক্ত করে ধরে  
বিনা বলে-কয়ে
অদূরদর্শিতার লয়ে
সদা সর্বকাজে হ’লে ব্যস্ত
সাথে জীবনযুদ্ধে ভেড়চালে ন্যাস্ত ;
হয় না ভাগ্য-কেল্লা ফতে !
নিরীহরা মাৎ খায় জগতে ।

(১৪-০৪-২০২৪)
ভেড়চাল- এক প্রবাদ > অপরের দেখাদেখি চলা ।