কাক করে কা
তারস্বরে সবে করে- রা ,
সুখের কাজ ফুলের মধু খাবে ভোমরা
প্রচলিত প্রকৃতির নিয়ম ,
তবুও সপ্তসুরে বাজে সে হারমোনিয়ম ।
চিলে নিয়েছে কান -
সে গুজব কথায় দিয়ে ধ্যান -
বিশ্বাসে মজবুর ভাইজান
শিক্ষিতেরও দেখা এমনি মান ।
লাগ ভেলকি লাগ -
এবার দেশ স্বর্গ পথে যাক ,
ভেড়ার গুণকে কেন অপবাদ ?
তার চালে সবে হোক সজাগ ।
(১৪-০৪-২০২৪)
ভেড়চাল- এক প্রবাদ > অপরের দেখাদেখি চলা ।