সপ্তসিন্ধুর সপ্তঘাটের জল পানে ,
শিখে, সপ্তদেশের গূঢ়জ্ঞান -নিয়ে
একদা ফিরল যদু স্বদেশ পানে ,
ইচ্ছা, দেশটা দেবে জ্ঞানে তলিয়ে ।

এক উচ্ছৃঙ্খল ষাঁড়- পাড়ায় -
লণ্ডভণ্ড করে বেড়ায় ,
যদু, দরজা-জানলা এঁটে
সাধু সেজে রয় বটে !

জ্ঞানের ধারা,- অভিজ্ঞতা
সমাধানে কাজ করে না মাথা ,
যদুরা ভদ্র-সভ্য- জ্ঞানী -
সমাজের বুকে তাঁরা সম্মানী ।

(২৮-০৭-২০২৪ ভ্যাংকুভার , কানাডা ,