জ্ঞানার্জনে এক পণ্ডিত- গবেষক -
ভেবে ভেবে পাগল হয় যাহাতক ,
সংসারে নতুন কিছু করতে চায় ;
ছাইকে নিয়ে মাতে গবেষণায় ।
এ কাজে তাঁকে বাড়ায় অসম্ভব হর্ষ ,
এ কী আশ্চর্য্য !
পায়, জ্ঞান ও ছাই-এ, একসমান সাদৃশ্য ,
কত কত মেল যে উভয় কণায় ।

কোটি-কোটি জনতা
সবার চলে বহিখাতা
তার গর্বে ভরা মান -
হিসাব রাখেন ভগবান !

তুচ্ছ সে ছাই, ওড়ে বাতাসে ,
প্রদূষণ বাড়ায় অকারণ সহর্ষে ।
অজ্ঞানী সে ছাই ! ক্ষমার যোগ্য ;
জ্ঞানী , জ্ঞান ভারে নতঃ
কত কাল কাটায়, থাকেন তৃপ্ত ,
অরাজকতা, দুর্দিনকে করে সখ্য ।

(২৮-০৭-২০২৪ ভ্যাংকুভার , কানাডা ,