এখনো ঋজু হয়ে দাঁড়াতে শিখি নাই
ভাবি, তালগাছে ওঠা চাই ,
মনের কোণে পুষি না ভ্রান্তি -
উচ্ছ্বসিত উচ্ছৃঙ্খলায় খুঁজি শান্তি ।
পড়শীকে করে অবহেলা
স্বদেশে মারি বেশ টেক্কা ;
ভাবি না, বহুদূরে সুখপাখীটি
অতটা কাছে নয় মক্কা !
সসাগরা আজ ত্যেজ গতি -
চলে না শুভংকরের ফাঁকি ,
একে অপরের ভালোবাসায়
সভ্যতা আছে যে টিঁকি ।
মূর্খের সন্দেশ, পেশীবলে
চলছে বুঝি ধরা ;
একে অপরের সাহায্য বিনা
আশা যাবে- মাঠেমারা ।
কৌশল গুণে চলে এ সংসার
না কুপমণ্ডুক ভাবনায় -
সামান্য কথাটা কানভারীরা ,
শেখে নী বইএর পাতায় ।
দিবাস্বপ্নে পেট ভরে না !
চাই, সংস্থাগত বিশ্বাস ,
ঝঞ্ঝাঝড়ে যার মতি স্থির
বাড়ে সমৃদ্ধির আশ ।
(০৬-০৮-২০২৪)ভ্যাংকুভার , কানাডা ,
আশ > আশা ।