ধনী বা গরীবের একই হাল
ক্ষুধা সে সবারে করে নাকাল ,
তার আগেপিছে চলে না ছল
খাই-খাই করেই মাতাল ।

ক্ষুধার আভা দেখা যায় অঙ্গে
কেউ খায় বেশী, কেউ কম -
ত্যাগীজন, ভাগটা কম মাঙ্গে ;
যদিও থাকে তার পেটে-টান -
তবু পর জন্য বাঁচতে চান ।

ন্যায় অন্যায় নিয়ে আগ্রহ  
সবে সমানে নহে সংলিপ্ত
আলাদা চরিত্র, নিজস্ব মান ,
কারো বা শূন্য স্পৃহা -চাহ
বহুতর এসবে দেয় না ধ্যান ।

ধনী হলেই হবেন ন্যায়ী -
গরীব সবই যে রয় অন্যায়ী ,
এ বোধ অসত্য, জমিন-আশমান ;
সমাজ সংস্কারে যিনি মহান
খালিহাত হলেও লড়ে যান ।

সেবা কাজে গরীবের অসীম পণ ,
ভালোবেসে ধরাকে করে আপন
এ ক্ষুধা মেটে না, চায় না পয়সা
পায় না যদিও জন-ভালোবাসা ।

(০১-০৮-২০২৪ ) ভ্যাংকুভার , কানাডা ,