নালা-খালার তৃপ্তির জল করা আশা
সে দৃশ্য দেখে মেটে না ক্ষুধা-তৃষ্ণা ;
নিত্য সমাজের বুকেও ঘটে তাই -
সাথে কত উচ্ছিষ্ট বসবাসে পাই ।
অভ্যস্ততে নিত্য-নিত্য নবাচার ,
সময় কোথায় অশুভ ভাববার ?
উন্নতি-অবনতি মান্ধাতা ধারা ,
সমাজ এ নিয়ে ব্যস্ত পাগলপারা ।
ওত্ পেতে আছে মক্ষী সংকুল
সুযোগ পেলেই করবে না ভুল ,
তার ভালবাসায় দেবেই তুল ;
আদরে আদরে বিনা শোরগোল -
উপঢৌকনে সাজায়,--হরিবোল !
হরিবোল > এখানে মৃত্যসূচক সঙ্কেত ।
(২৮-০৭-২০২৪ ভ্যাংকুভার , কানাডা ,