সবতীর্থ ,যার-যার এক্তিয়ারে বাঁধা- নিজস্ব ;
প্রবেশের সুযোগ থাকলেও বেশ নিষিদ্ধ ।
গোড়ামী ও হামবড়া ভাবের প্রথা
সাথে মিলে ধর্মটাও দেয়- বাঁধা ।

সমাবেশ, শেখায় শ্রেষ্ঠ মানবগাথা ,
মেলার মাঠে উৎসবে তা’ হয় না -
তবু চায় তার চত্বর করতে বিঘ্নিত ;
সেথাও ছোঁয়া-ছুতের আছে মানা ।

যার-যার জীবনদর্পণ শোভা পায়
এ কাজে জ্ঞানী অবোধ সমান -
টেকসই আভিজাত্য চলার মান ;
এক অদৃশ্য বন্ধনে অবলীলায় -
পালনে, আদি গভীর মান্যতায় ,
হতে হয় বারবার হয়রাণ ।

এ বেড়াজাল ভাঙা কার সাধ্য ?
মহাত্মার কথা, মানতে যে বাধ্য ।

(২৮-০৭-২০২৪ ভ্যাংকুভার , কানাডা ,