গরুগুলো খোয়াড়ে আবদ্ধ যে --
পাখীগুলো খাঁচায় --
পাগল থাকে পাগলা গারদে ,
শিক্ষিতরা বাঁধা ধাঁধায় ।
মেলে এক মহামূল্য জনম
যদিও স্বভাব-দোষে মাতম ,
মূল দেখি না কেউ ;
সুজলা-সুফলা ধরিত্রীর বুকে
কেন পিছে লাগা ফেউ ?
কোথাও জং মরিচা মেধায় -
শড়ন-পচন তায় ,
মহতী শিক্ষায় উন্নত হয়ে -
জাত-পাতে ভরা, হায় !
মানবতার পরশ সুদূর প্রসারী
জাগে না কোন উপায় ,
ঘুরে-ফিরেও এ সসাগরা
মুক্তির পথে ভাবায় ।
(২৯-০৭-২০২৪ ভ্যাংকুভার , কানাডা ,