নিয়ে, জীবনবোধ সে পাখী তারা -
অপার সুখ তার বাঁচার ধারা ;
ডানার ভরে,-ওঠে উপরে ,
সেথা, ইচ্ছে মত-গগনে ওড়ে ।

এড়িয়ে চলে কত শত-ক্ষত -
উপরে রক্ষা পায় বিপদ যত ;
নীচের ঘাসে লাগলে আগুন -
কত ফড়িং পোকা হয় খুন !
জীবন নিয়ে পতঙ্গরাজ
ত্রাহি-ত্রাহি মাতম-সাজ
উড়তে বাধ্য গগন মাঝ ;
সে কি ! পাখীর খুশীর ধুন ।

ভাবে না ! সে ভীষণ অনল -
মগডালের তার ঘর-সংসার -
আগে, পুড়িয়ে করবে ছারখার ,
মৃত্যকালে মেলে না জল ।

(০৩-০৮-২০২৪) ভ্যাংকুভার , কানাডা ,