সুখের সাঙ্গপাঙ্গ শাখা-প্রশাখা
বুঝিয়ে বলে মন ,
ধর না বাহুতে আপন করে
মাধুরী ঢেলে সযতন ।
আমি বলি না ,
যখন তার শ্রীরূপ হল জানা
সে তেলতেলে বেগুন
ভিতরটা পোকা-কানা ।
মন বলে, আর কত টানবি ঘানি
অশেষ অভাব, দেনায় দেনায় -
চোখে ভরে যে পানি ;
জীবনের ক’টা দিন স্ফূর্তি কর
সে ফস্টিনষ্টির পথটা ধর ,
আমি বলি, না !--
হোক না জীবন ছারখার
চাই ত্যাগের ভাবনা ,
মানব কল্যাণ আর ।
(১০-০২-২০২৪)