একদা বসি ধ্যানমগ্ন পদ্মাসনে
ও সব মহত্ত্ব না রেখে মনে অযথা
কর্পূর, ফুল, তুলসী, বেলপাতা ,
ক্লেদাবর্জনা মুক্ত হোক এ জীবনে
মনকে পূঁজিতে চাই অন্তর্ধ্যানে -।

খুঁজি, জ্ঞানের সন্ধান অতল তলে -
দেখা পেতে আকাশ-পাতাল, সাগরজলে ,
দেখে, প্রভাতী আকাশের আভা রক্তিমবর্ণা -
অনশনে, মনদুয়ারে দেই ধর্ণা ।

জ্যোতির্ময়ী সে রৌশনী- দেখায় মন -
বলে, ঘরসংসার প্রিয়জন- কর আপন ,
কালিমা ধুয়ে-মুছে , মন কর সরল -
দেখবি অদূরে গেছে সব- গরল ।

(১৪-০২-২০২৪)