সংসারে সবার আছে সুন্দর এক মন ,
সে বশে রেখে করে অনুশাসন ;
দু’য়ের মধ্যে ঘনিষ্টতা চাই
মন , সে তো অন্তর্যামী ,
স্বভাবে যদি হই উড়নচণ্ডী -
বাধা নিষেধ না শোনায় আমি
পার করে যায় লক্ষ্মণগণ্ডি ।
কি হয় শেষ পরিণতি ?
অবাধ্য হলেই বিকট পরিস্থিতি ;
এখনো বুঝি নাই -
মনকে না মানা স্থিতি ।
উভয়ের পাটে না হলে সামঞ্জস্য ,
অচিরে হয় জীবনটা ভষ্ম ।
(১৩-০২-২০২৪)