দেশবিদেশ ঘুরে, পিপাসায় তালু শুখিয়ে
যাযাবর জীবনের কত সময় অপচয়ে ;
মন বলে, বহুত্ করলি সারাটা জীবন ,
আগ্রহে একটু দেখ, ঘরসংসার–এখন ।
আপন জনে ফেরা সে সহানুভূতি
মন বলে,  নিজেরে করিস না ক্ষতি ।

আমি চাই না হ’তে, পরঘরের জামাই
নিজ পায়ে এবার দাঁড়াতে চাই ;
কোথা নেব ঠাঁই ! ঘর যে নাই ,
পরিস্থিতিজন্য- বাঁচায়
মনের সাথে সহমত –জানাই ।
কিন্তু যুগ হাওয়া সব যেন গা-সওয়া ,
মনের বশে আগে যায় না আর ভাবা !
(১০-০২-২০২৪)
পরঘরের জামাই > পরাধীনতা , এখানে মন ও আমার দ্বন্দ্ব , কোনটা ঠিক ।