মন সে তো চলে তার মত
রাতে স্বপ্ন দেখায় অরূপ-কত ,
থাক না পড়ে সে মনের বিচার -
কিন্তু ধকল তো সইতে হয় আমার !
রাঙালাঠি দেখলে সে শিশুমন
কত কত উথলে ওঠে অকারণ ;
একটু লাভের পথে যখন তখন
হবেই হবে মনের ছন্দ পতন ।
পতঙ্গ ও রঙ্গে ধায় -
মন, সেও কত কত প্রলোভন দেখায় ।
শ্যাম রাখি না কুল -
এ জীবন দ্বন্দ্বময়, মনও ছলে অতুল !
(১৩-০২-২০২৪)