খাব না, খাব না, করে
খেলাম এক থাল
শেষে ওঠে নাভিঃশ্বাস
এবার সামাল সামাল !
মন মানে তো- চোখ মানে না ,
চোখ মানে তো মন -
এটাই বড় আপদ
সুখের হয় না জীবন ।

ব্রহ্মতালু জ্ঞান কেন্দ্রে
দেখি না আজ সমতা ;
কিছু কথা ,হবেই হবে- যথা
আগে, কে দেখেছে দিন -
খেয়ে তৃপ্তি, লাভ প্রপঞ্চ
বয়স ভারে যে প্রবীণ ।

(১৬-০১-২০২৪)
প্রপঞ্চ > মায়া > এখানে মৃত্যুর সাথে তুলনা ।