বিজ্ঞাপনে, জ্ঞাত হয় সকলে ,
মূর্খদের হাটে, বেচাকেনা চলে
ক্রেতারা মান্য রথী মহারথী
চায় চেহারায় মহামূর্খ ভাতি ,
সবার আগ্রহ উপযুক্ত- হাট
মূর্খক্রয়ে চায় না কাল বর্বাদ ;
মূর্খের গুণাগুণ ধর্ম বিচার -
সবে চায় আকাশ ছোঁয়ার
সংখ্যায় কিনছে তারা বেশ ,
করবে পাচার বিভিন্ন দেশ ।

হাটে মূর্খ কাতারে- কাতার
সামনে লেখা গুণাগুণ- তার
কেহ জ্বালায় নিজ-নিজ ঘর
অনেকে মেরেছে আপন পর ,
আছে মূর্খতার প্রমাণ ঝুড়ি-ঝুড়ি
মেরেছে কত অলিম্পিক খিলাড়ী ।
এই সেদিন মারল কত মেলায়
ধর্মঘর ভাঙ্গল হেলায় হেলায় !
মূর্খতা নিয়ে যুদ্ধ গাজায়
চায় না অনেকে শান্তি বজায় ।
আছে কত ইতর হাইজেকার
এমনি মূর্খরা হাজারে হাজার ।

কিছু ধূর্ত চায় এমনি বাজার
কিনছে মূর্খ বড়ো আকার ,
অর্থ লোভীর এ যে ব্যবসা
দেশে-দেশে ভরুক হতাশা
মূর্খ পাচারে , মোটা আশা ;
জন বর্বাদে দ্যাখে তামাশা
পূরণ হয় কতোর অভিলাষা
বাজিয়ে কেনে মূর্খ খাসা ।
ক্রেতা, ধর্মে-কর্মে দ্যাখে রং -
চায় যে গুণ বেশী,- ভড়ং ;
মূর্খের হাট ,সুন্দর পরিপাট ,
উত্তম মূর্খের দাম বিকট ।

(০৯-০৯-২০২৪)--ভ্যাংকুভার , কানাডা ,