ধারণে ধর্ম যদিও মানুষ
মানবতায় কেন এত কঞ্জুস ?
ক্রোধ-রাগে যেন অগ্নিমূর্তি ?
ধর্মের মূল্য নেই কি জানা -
যদিও সমাজে প্রতিপত্তি
তিনি কি সর্বজান্তা জাহাপনা ?
কাটে সময় দিন- মাস
এমনি আচারে বসত-বাস ,
ভাষা কর্কশ, তিক্ত ঠোঁট
বড় আড়ম্ব নিয়ে ভোগ ।
সকলের পূজ্য, ভয়ের চাপে
কিন্তু মানুষ গুণ-ধর্মও মাপে ,
এভাবে চলছে ভব সংসার
মনুষ্যধর্ম কী এমতঃ উপহার ?
(০৫-০৭-২০২৪)