মানুষ তীর্থ সারে গয়া-কাশী
কুশিক্ষা, পর দুঃখে রয় খুশী ;
পর পিঠে মেরে কিল
হাসছে যেন খিল-খিল !

একে অপরের অনিষ্ট নিয়ে
স্বপ্ন দেখে ঘুমেতে তলিয়ে ,
এ কাজ করে না ঘোরবন্য -
মানুষ করেও আগে হয় ধন্য ।

কাজটি মনে হয় কাঁঠাল-আঠার ,
নেই যে কারো ছাড়ার বিচার ;
এমনি আচারে কত যে খুশ
তবু স্বনামে গর্ব, আজ মানুষ !

(০৫-০৭-২০২৪)