গুণবান কর্মে, উত্তম ধর্মে ,
একদা মানুষ হয় মহাপুরুষ
নিয়ে মানবতা ও সেবা বিচার
তাঁরাই হন শ্রেষ্ঠ- এ সংসার ।

কুন্ঠা, হঠধর্মী প্রাধান্য ভরা
অমানসিকতা অতিমাত্রার
কমলদামে তাণ্ডব মত্তহাতি
স্বর্গ পরিণতঃ, নরক ভাতি ।

নীচ আচরণে মানব হাল
মানুষে মানুষে হিংসা নিয়ে ,
সমাজ দেয় জঞ্জালে ভরে
ডাকে, অকালে আকাল ।

বিষবৃক্ষ রোপিত হয়
সুদূর ভবিষ্যৎ জন্য ,
তারই শাখা-প্রশাখায়
মানুষ হয় স্বভাবে বন্য ।

সর্বহিতে গড়বে মানব
দিয়ে ভাইচারা পরিচয় ,
স্থিতিপ্রজ্ঞ ,কর্মযোগী
সহস্র হোক উদয় ।

(০৮-০৭-২০২৪)