দু’পা , দু’হাত , মাথায় নিয়ে কেশ
জানিও, এ সুন্দর মনুষ্য বেশ ;
বাঁচতে হয় তাই বাঁচা ,
কারো ঘেরা আত্মীয় পরিজন -
চিত্ত সুখের রাখে খবর
আসবাব পত্রে বড্ড আড়ম্বর ;
আছে, মামা, কাকা-চাচা ।
মূল বিষয়টি মান ও হুঁশ -
ক’জনার-বা চিন্তায় আনা ,
সারবিন্দু আছে কী জানা ?
ঘাঁটলে পরে সবই মেলে -
যেন গুণ-মূল্যটা তুষ ,
কিন্তু উপরে সবাই মানুষ !
(০৫-০৭-২০২৪)