বিশ্ব চালক আজ অধুনা মানুষ
কর্ম নৈপুন্যতায় আছে অফুরন্ত হুঁশ ;
বিচারজন্য কোথাও যেন খটকা অতি ,
নাআসা কাজে, বিশেষ শুভমতি ।

এক আছে কাজে সরল-সত্য পথে
দ্বিতীয় চলে গরল- কুটে ভরা রথে ,
না মিল সামঞ্জস্য উভয়ের পক্ষে
কোন বাহারি শক্তি করে না রক্ষে ।

নিরুপায় ! ‘অগত্যা তিনি মধুসূদন’
এই তো জনমধ্যে বাঁচার ধরণ ;
গণ্ডির বাইরে পথ আরো যে আছে
কৈ খোঁজে প্রবুদ্ধ-আপন কাজে ?
গড্ডালিকা প্রবাহধারায় মাত্র চলা
মনে হয় জীবনে চলছে ছেলে-খেলা !

(০৬-০৭-২০২৪)