ভূঁই ফোঁড়েরা মাটিই ফোঁড়ে
আকাশ ফোঁড়ে না ,
নভ ফোঁড়া কাজটি যে তার
নেইকো মোটে জানা ।

মানুষ পারে ত্রিলোক ফুঁড়তে
প্রমাণ যে শ্রেষ্ঠতার ,
এ যোগ্যতা অর্জনে তার
লেগেছে বর্ষ হাজার ।

সর্ব শাখায় জ্ঞানের প্রকাশ
মানুষকে নিয়ে সম্ভব ,
তবে কেন অপগুণে তাণ্ডব
হীনমন্যতার উদ্ভব ?

(০৭-০৭-২০২৪)