সভ্যতার চূড়ায় বসে
মানুষ আজ বড় হতাশে ;
ইতিহাসে হচ্ছে লেখা -
মোড়লের আদিখ্যেতা ,
প্রজন্মের যদি সম্ভব বাঁচ -
দেখে আজিকার এ কাজ -
তারা মরবে নিয়ে লাজ ।
এক হাতে তালি বাজে না ,
নির্দোষও বড় সেয়ানা !
অন্যায়কে করে না আঘাত
প্রতিকারে বাড়ায় না হাত ,
ভাবনা,-- গেল বুঝি জাত !
যেন চাই শুধু রসগোল্লা -
ধর্মে দেয় সেমত পাল্লা ,
এ যে ক্ষণভঙ্গুর জীবন -
ভাইচারায় গড়ে না মন ।
(২৪-১১-২০২৪)
বাঁচ > বাঁচা