পয়সায় হয় কামাল
অসময়ে ফলে মাকাল ,
গাড়ী-বাড়ি-বস্ত্র -জীবন শৈলী
সবই মাপা যায়, খেলে হোলী ।
রকমারি মনের পরিবর্তনে
যোগাড়ে জোর, এঁড়ি-চোটিও আপ্রাণে
তবু হয় না মনের মত সুন্দর ,
যেমন ডিকবাজি খায় সব বয়সের বান্দর ।
ঢেঁকি স্বর্গে যেয়েও ধান ভাঙে
ধনী হয়েও সর্বদা গরীবের শ্রম মাঙ্গে ,
সবাই জানে কিছুই যাবে না সঙ্গে
তবু পরতে পরতে ভরা ছল-চাতুরী উত্তুঙ্গে ।
(২৮-০৩-২০২৪)
হিন্দী প্রবাদ ,এঁড়ি চটি > পা হতে মাথা পর্যন্ত ।
উত্তুঙ্গে > অতি উঁচ্চুতে ।