ওরা ভেবে নিয়েছে ,সত্তা কেবলি চাই
জ্ঞানের সমস্ত অকাজের যুক্তি-তর্ক
যদিও তেতো নিম -গর্ব করা যেন রত্ন !
মিক্সিতে পিষে সবারে পরসে করে যত্ন ,
সূর্যালোকে উজ্জ্বল তার শ্রী দেখতে পাই ।
এ প্রথা ভাঙ্গিবার নয় -আর
রুগীও আতুর, চায় রোগ সারাবার উপায় ;
পরিণাম কে দেখেছে তার ?
বদ্যির আপাততঃ মধুর যে খোরাক -
বুদ্ধির স্ক্রূ ঢিলা, কেহ আর হয় না অবাক !
রক্ষকের আশা ভরা উদ্রিক্ত বাণী
সরল জনতা মেনেও অভাগা ,
নেশায় ঘুমালে , হয় না জাগা ;
যারা হতদারিদ্র্যে বিরাজে গড্ডলিকায় -
ভোটপ্রচারে ভরে থাকে আস্থায় !
(২৯-০৩-২০২৪)