ওটা শব ! বৃথা কেন তারে জাগাস্ ,
শুয়ে আছে, শান্তিতে থাক না শুয়ে ?
যা-যা বলার চট্-পট্ বলে ফ্যাল-সব
না প্রতিক্রিয়া- না কোন বিরোধভাস ,
তাঁর জীবন ছিল, বেঁচেও শব !
কোন প্রকার সে ছিল বেঁচে
কক্ষনো মেলে নি সুখস্বাদাভাস ।
এখন কবরে-মাটিতে মিশে
শেষ উপকার করে অবশেষে ,
বা চিতায় জ্বলনে ভস্ম-ছাই ,
রেখে যায় কত জীবের খোরাক
আমরা করি হেলা হই না অবাক ,
এ হেন মহতের কর্ম ধারা
কোথাও কি খুঁজে পাই !
নিজ মাঝে আজন্ম ভরা দুর্গতি
কারন ? না বোঝা রাজনীতি ,
প্রমাণে সে এক দয়ালু শব ;
আগে পরকাল নিয়ে ধর্মে-কর্মে
ন্যায় পথে মানত যে সব ।
প্রবল ঝঞ্ঝাঝড়ে কেবল ভিটে আঁকড়ে
পড়ে থাকত প্রভুর আস্থায় ;
যদিও দীর্ঘদিন ছিল অনাহারী
বুঝত না ছল চাতুরী ,
ভুলেও পেশী বলে -
কারো কাড়ে নি জমিজমা বাড়ি ।
আজ সে মুক্ত শোক- আপসোস -
এ হেন শবাবস্থায় !
ছিল লাঞ্ছিত সমাজ -দেশে
অভাব-অনটনে বেড়াত ভেসে ,
কেহ আসেনি রোগে মলম দিতে ক্ষতে ,
মেনেই নেয় সে শেষ পরিণতি -
সবার মতই তার যে হবে গতি ।
না করা চেষ্টা জাগাতে আর -
চির নিবারণ হল, তার ক্ষুধার ,
তাই ,তাকে থাকতে দাও হয়ে শব !
চেষ্টা করি পেতে শিক্ষা হরসম্ভব
এমত শব গতি হবে একদা সব ।
(২৯-০৩-২০২৪)