মানুষ যে বোধে খাঁট তা’ নয় !
উন্নতি হবে না ? এ কি করে হয় ;
সংস্কার-দোষ ও পিছড়া ভাবনায় ,
সর্বকাজে ঘটে- প্রমাদ অতিশয় ।
আকাশ কুসুম কল্পনার জীবন-স্বপ্ন
প্রলাপে ভরতে বাধ্য জীবনের লগ্ন ,
জীবনে বেঁচে থাকার কলা-কৌশল
একাগ্র কর্ম গুণে মেলে শুভফল ।
অনাদিকালের সে জটিল লোকাচার
প্রবোধে জীবন এখনো তারই সার ,
সব পেয়েও মলিন কেন ভাল ?
এসবে বোধহীনতায় বাড়ায় জঞ্জাল !
(১৭-০৬-২০২৩)