পরনে অমিল শতছিন্ন কাপড়
মস্তকে চায় স্বর্ণতাজ ;
চিকিৎসা শূন্য, পাঠশালার অভাব
যেন যুদ্ধের সাজ আজ ।
ঘরের চালে খড়কুটো নেই
উধারীতে চলে হাট ;
আদপ-কায়দায় এমনি দেখায়
রাজা-বদশার ঠাট ।
পর মাথায় কাঁঠাল ভাঙবে
জল্পনা দিনরাত ;
ভেদাভেদের নীতি নিয়ে
বাড়ায় সংঘাত ।
অজগরের মত কুণ্ডলী মেরে
উপরে ভক্তি দেখায় ;
লোভ লালসায় মোহ ভরা
পরকে ধর্ম শেখায়।
(১৬-০৯-২০২৪)--ভ্যাংকুভার , কানাডা ।