প্রাণী মাত্র আছে মাথা ,
এর মহত্ত্ব বোঝে ক’ জন
মাথায় হয় ব্যক্তির ওজন
তার দাম ও যোগ্যতা ;
মানুষ শ্রেষ্ঠ বুদ্ধির জোরে
খুব নাম-ডাক সংসারে ।

বোধ-ভাবনায় নিয়ে শুদ্ধি
আজিকার দিনে নিজ বুদ্ধি
কাজে ধরে না কেহ আর ;
কারণ, এ হেন মাথাও যে -
নিজস্ব নয় সত্য তার ।
ঘিরে, সূক্ষ্ম প্রচার তন্ত্র
অহরহ কানে দেয় মন্ত্র ,
অপদস্ত হতে হয় মাথার ।
ভাল বা মন্দ প্রচার-ই জানায়
মানতে বাধ্য সর্বোপরি তায় ।

মনুষ্য মস্তক শক্তির খনি
তাও সত্য মানি -
অপর দিকে সম্পূর্ণ নিজস্ব
ফাঁকতালে সে যেন নিঃস্ব ,
নিজস্ব মতবাদ খুইয়ে -
পরমুখে ঝাল খেয়ে ,
পলে পলে নিজেরে করা ভস্ম ।

(১০-০৩-২০২৫)