ডানে বললে বাঁয়ে যায়
বাঁয়ে বললে ডানে ,
হিত কথায় হাজার বুঝাও
শুনবে না সে কানে ।

একটাই শেখা, একাঙ্গী পথ
চলা, কুক্ষিগত বিদ্যা নিয়ে -
কেন আবার ঝালাও তারে
বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে ?

ভাবনা শূন্য আপদ-বিপদ
দলে ভারী, গায়েতে শক্তি ;
তুচ্ছ ভাবনা, উচ্ছৃঙ্খল মতি ,
শিং বাগিয়ে গন্তব্য- গতি ।

পরিবর্তনের এ যুগের ধারা
দেখার কৈ বা সময় ?
জানে, এমনি করেই এতদিনে
পেয়ে এসেছে বিজয় ।

ঘানিটা ধরাধামে, টেনে-টেনে
রয়ে গেল সে বলদ ,
তার না চেষ্টা উপর ওঠার -
তৃণভোজীর--- হদ্ !

(১৩-১০-২০২৪)