নাই কাজ তো খৈ ভাজ
গরু সেবাও যেন বড় কাজ ,
শরৎ-হেমন্ত, পৌষ-মাঘ -
এ কর্মে লাগে না দেমাগ ;
হাতে নিয়ে মোহন বাঁশী
স্বপ্নে গোপীরা কাতারে আসি
চলবে কত ভালোবাসাবাসি ;
সুরে, মন ভুলানো ছবি আঁক্ ।
জানবি গরুর সাথে কথা -
কবি বলবে মনের ব্যথা ,
ভাষা যেন বোঝে গরু
চামড়াটাও করিও পুরু !
খাবি একা -দুধ-মাখন
জানিবে কাজটা উত্তম ।
আজ কে কার আপন ?
(১৭-০৮-২০২৪) ভ্যাংকুভার , কানাডা ,