বিচ্ছুরণ বুদ্ধিচাতুর্য- বহুপ্রকার
লাভ মুখ্যরূপ তার সম্মুখাচার ,
ঘুরে ফুলবাগানে মন ওঠে না
সুগন্ধি ফুলও মনে হয় আবর্জনা ;
ভাল যেন পচামাছের বাজার
সে মাছে মেলে আহার ।

আবার সাধু সঙ্গ মন
এও বড় আপদ ক্ষণ -
বাঁচায় কড়াকড়ি নিয়ম ,
মনে হয় জ্বালাময় জীবন ,
বেলাপ্পনায় ভরে না মন
ওড়া যায় না ইচ্ছের গগন ,
হয় না কাজে স্বার্থ পূরণ ।

যদি গড়ে ওঠে স্বভাব
লাভের প্রতি হাবভাব ,
গায়ের চর্ম হবে পুরু
স্বপ্ন দেখা, সুখ যেন শুরু ।

(১৩-০৮-২০২৪) ভ্যাংকুভার , কানাডা ,
লাভের ফণ্ডা > লাভের মন্ত্র > (ফণ্ডা রম্যে ব্যবহার) ।
বেলাপ্পনা > বেহায়াপনা ।