শৃগাল কেহ পোষে না
অভাব ও শীতে তারা পায় কষ্ট ,
এক জীবপ্রেমী মালিক
শৃগাল প্রতি দেখায় দয়া ভাবনা ;
মালিকের দয়াগুণের সাক্ষ্য
পোষে এক নয় ! একাধিক্য ।

এ হেন মালিককে পেয়ে
মুক্ত খাবার খেয়ে
তারা হয় খুশী-তুষ্ট ;
ক্রমান্বয়ে আগে জোটে আরো
তারা দলকে করে পুষ্ট ।
এক ডাকলে একস্বরে সবে ডাকে ,
নতঃমস্তকে থাকে মালিকের আগে ।

তারা অতীতকে ভুলে
মালিকের সব কথায় চলে ;
সুখে থাকে প্রভুকে মেনে ,
বড় পরিবর্তন হয় স্বভাবগুণে ।

(০৯-০৭-২০২৪)