যুগে-যুগে দ্বন্দ্ব । সৎ ও শয়তান
অবলুপ্ত না শয়তানি ধ্যানে-আযান !
শয়তান ! যদিও সংখ্যায় কম ,
প্রবুদ্ধ-জ্ঞানী বুদ্ধিমানকে -
বানাতে পারে সে অধম ।

দলে টানতে করে খেলা -
তার মধুময় ডাক মেলা -
যেমন পতঙ্গ ঝাঁপ দেয় আগুন ,
বুদ্ধিমানও ভুলে বসে তার গুণ ।
সাহসী যদি পায় ভয় !
সে শয়তানের কত যে হর্ষ হয় ।

পরনে- অধর্মের বর্ম ,
শয়তান ঠিক মানে তার ধর্ম ।
নারী নির্যাতন ,ধর্মবিরোধী কাজ ,
সমাজ অদেখা করে সে সাজ ;
ভয়ে সাধারণ মানুষ নিরুপায় -
তারা নেয় আশ্রয় শয়তানের পায় ।

(২৮-১২-২০২৪)