শ্রেষ্ঠতম ভয় ! ধরলে সুখ  
যখন তার দস্তক, বড় মত ঢেউ -
সামলাতে লাগে যথেষ্ট কষ্ট ,
পাছে লাগে অশুভ ফেউ ।
সুনাম সে ও কষ্টকর, সাধে বাম
প্রচার-প্রসার হ’লে বেজায় -
অবরুদ্ধ ; পরাধীনতার ধাম ।

সান্নিধ্য সে দারিদ্র্য ক্ষণ ,
দরকারে খবর নেয় না কেউ
খোলামেলায় যায় ঘোরা
মনচাহা প্রাকৃতিক জীবন ;
না ঝঞ্ঝাট জবাবদেহী ধকল -
বাতাসে ভাসে ফুরফুরে মন ।

সাদামাঠা জীবন হ’লে
লোকে কত কি না বলে ,
পর-দ্বারা, গাত্রজ্বালা ,
শিরে, নিন্দে-মন্দের বাণ
শুনতে হয়, ‘ঘরকুণো ইনসান’ ,
তবু ঘটে, শান্তির কিছু মান ।

(ইং-১৩-০৫-২০২০)
*-হিন্দী শব্দ , ইনসান্ > মানুষ ।