পাঁচহাজার কালের শিক্ষা ,সংস্কার -
অতিথি নারায়ণ ;
সে মানবতার ধর্মে দাও মন ।
একি ! সে অতিথি বসে জুড়ে -
আশ্রয়দাতাকেই গলা টিপে মারে !

শুরু হয় বর্বরতার অধ্যায় !
মানবের অগ্রগতি রুখে যায় ,
হত্যাকারী ,আগে সুযোগে -
দখল করে, ব্যাপক জমিজমা ,
সুন্দর মানবিক পৃথিবী রক্তে হয় রাঙা ।

একদিন সে বেইমান বলে ,
বাঁচতে হলে এ দেশ ছেড়ে যাও চলে ,
ঘটেও তাই ;
এ অন্যায় পাপ কর্মের হবে না ভরপাই -
সে দৈবশক্তি যদি থাকে তার নিস্তার নাই ।

শত্রুতার বিষ ফোঁড়া !
কালে-কালে এ ধারা দেখা দেবে তারা ।

(১৫-১১-২০২৪)