অসীম জলরাশি অতি উত্তাল সাগর
দানবাকার জীব সেথা অজস্র হাঙ্গর ,
কুক্ষণে নিমজ্জিত , অভাগা-অধম
জল সমাধি পেয়ে, মুক্তি চায় জনম ।
ভীষণ ভাল লাগা ,এ মায়াময় সংসার
সম্মুখ মৃত্যু তবু, বাঁচার চেষ্টা অপার ,
ডুবন্ত ক্ষণ, আস্থা-ভক্তি-বিশ্বাস পুষ্ট  -
ভাসন্ত কুটো আঁকড়ে ধরে, দু’মুঠো ।

জীবন উপভোগের সুখ-দুঃখ মহত্ত্ব
বিপদে মানুষ বোঝে পরম সার তত্ত্ব ,
অসহায়-অপয়া, আঁধারে খোঁজে বল
কেবলি দু’হাতে হাতায় বাঁচার সম্বল ।
টুকরো খড়কুটো, কাজের না রক্ষায় ,
দুর্দিনে বাড়ে বিশ্বাস বাঁচার আশায় ।

(ইং-২৩-০৫-২০২০)